প্রকাশিত: Sat, Feb 11, 2023 4:36 PM
আপডেট: Sat, May 10, 2025 2:07 PM

উদ্ধার কাজ চলছে, কেউ জীবিত থাকার আশা কম

ইমরুল শাহেদ: ভূমিকম্পের ষষ্ঠ দিনেও উদ্ধার কাজ ধীরগতিতে চলছে। একদিকে উদ্ধারকর্মীরা তন্নতন্ন করে খুঁজছেন কোথায় মরদেহ বা জীবিত মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। আরেকদিকে চাপা পড়া গলিত দেহের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৬৬৫ এবং সিরিয়ায় নিহত ৩,৫০০। 

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় ৫.৩ মিলিয়ন মানুষ ঘর হারা হয়েছে এবং তুরস্ক ও সিরিয়ায় ৯ লাখ মানুষের জন্য জরুরি গরম খাদ্য প্রয়োজন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ার যেসব স্থান সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, সে সব স্থানে ত্রাণ বিতরণের অনুমোদন দিয়েছে সিরিয়া সরকার। তুরস্ক সরকার বলেছে, সিরিয়াতে প্রবেশ করার জন্য তারা নতুন দুটি পথ খুলে দিয়েছে।  

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো, বিশ্বের ১০০টি দেশ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণের প্রস্তাব দিয়েছে। ৬৮ দেশের ৮,৩২৬ উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। তবে বার্তা সংস্থা এএফপি একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার অস্ট্রেলিয়ান সেনাবাহিনী উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে। তিনি কারো নাম উল্লেখ না করে বলেছেন, সেখানে গ্রুপে গ্রুপে সংঘর্ষ হচ্ছে। হাতয় প্রদেশে ‘অস্ট্রেলিয়ান ফোর্সেস ডিজেস্টার রিলিফ ইউনিট’-এর ৮২ জন সদস্য কাজ করছিলেন।